Site icon Jamuna Television

ইসরায়েলে হামলা চালানোর হুমকি হুতিদের

ছবি: আল-জাজিরা

ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে গত চারদিন ধরে রক্তক্ষয়ী সংঘাত চলছে। এতে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানি ঘটেছে। এরইমধ্যে ইসরায়েলকে সহযোগিতার ঘোষণা দিয়েছে তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। এতেই চটেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

হুতি নেতা আবদেল-মালেক আল-হুতি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি গাজায় সরাসরি হস্তক্ষেপ করে তাহলে তারা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হতে পারে বলেও জানান তিনি। খবর রয়টার্স ও আল জাজিরার।

তিনি আরও বলেন, গাজার ক্ষেত্রে রেড লাইন আছে। আমরা অন্যান্য গ্রুপের সঙ্গে সমন্বয় করতেও প্রস্তুত।

এদিকে গাজায় বোমা হামলার সময় দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।

/আরএইচ

Exit mobile version