Site icon Jamuna Television

গাজায় প্রাণহানি পৌঁছালো ৯০০’র কাছাকাছি, আহত সাড়ে ৪ হাজার

ছবি: সংগৃহীত।

ইসরায়েলের চলমান আগ্রাসনে ২৬০ ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। চার দিনের সামরিক অভিযানে প্রাণহানি ছাড়ালো ৯০০। বুধবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এপি।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের তালিকায় রয়েছেন ২৩০ জন নারীও। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৪ হাজার।

বিবৃতিতে আরও বলা হয়, শুধু গাজা উপত্যকার ২২টি পরিবারের দেড় শতাধিক সদস্য প্রাণ হারিয়েছেন এই অভিযানে। তাছাড়া, দায়িত্ব পালনকালে ইসরায়েলি মিসাইলের আঘাতে ৮ সাংবাদিক নিহত হন। মৃতের তালিকায় রয়েছেন ১৫ চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীও। ধ্বংস হয়েছে বিপুল সংখ্যক চিকিৎসা সরঞ্জাম ও অ্যাম্বুলেন্স।

জাতিসংঘের হিসাবে, বাস্তুচ্যুত হয়েছেন ২ লাখের কাছাকাছি ফিলিস্তিনি। যাদের মধ্যে, এক লাখ ৪০ হাজার মানুষকে অস্থায়ী শিবিরে দেয়া গেছে মাথা গোঁজার ঠাঁই।

/এআই

Exit mobile version