Site icon Jamuna Television

ইসরায়েলে পৌঁছালো মার্কিন সামরিক সহযোগিতার চালান

ইসরায়েলে পৌঁছালো যুক্তরাষ্ট্রের পাঠানো প্রথম সামরিক সহযোগিতর চালান। মঙ্গলবার (১০ অক্টোবর) দেশটির নাভাতিম বিমানঘাঁটিতে নামে সামরিক সরঞ্জাম বহনকারী বিমানটি। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর রয়টার্সের।

আইডিএফ জানায়, আঞ্চলিক নিরাপত্তা অক্ষুণ্ন রাখতেই মিত্র দেশের এ সহায়তা। তাতে বহাল থাকলো দু’দেশের সামরিক সম্পর্ক। তাছাড়া, যুদ্ধ চলাকালে পারস্পরিক সম্পর্কও স্থিতিশীল রইলো।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ভূমধ্যসাগরে নোঙ্গর করেছে যুদ্ধজাহাজ ‘ইউএসএস গেরাল্ড আর ফোর্ড’। মিসাইল হামলার সক্ষমতা রয়েছে জাহাজটিতে। অবশ্য, সেটি চলমান যুদ্ধে অংশ নেবে না, এমনটাই বারবার জানাচ্ছে মার্কিন প্রশাসন।

মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে অঞ্চলটিতে মার্কিন প্রতিরোধ ব্যবস্থা বৃদ্ধি করা হচ্ছে। এরইমধ্যে ভূমধ্যসাগরে পৌঁছেছে আমাদের যুদ্ধজাহাজ। খুব শিগগিরই প্রয়োজনীয় সহযোগিতাও পাঠানো হবে। এই যুদ্ধজাহাজ হামাসের জন্য পাঠানো হয়নি। বরং, যুদ্ধের সাথে সম্পৃক্ত দেশ, রাষ্ট্রবর্হিভূত ব্যক্তি-প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে স্পষ্ট বার্তা দিতেই সেটি মোতায়েন।

/এমএন

Exit mobile version