Site icon Jamuna Television

ধসে পড়া সেতু মেরামত করা হয়েছে

লালমনিরহাটে নবনির্মিত দ্বিতীয় তিস্তা সেতুর তিন কিলোমিটার আগে আরেকটি সেতুর একপাশে ধসে যাওয়া সংযোগ সড়ক মেরামত করা হয়েছে। তীব্র পানির তোড়ে বৃহস্পতিবার গভীর রাতে ইছলিচর এলাকায় ধসে যায় প্রায় ৫০ ফুট সড়ক।

শুক্রবার সকাল থেকে লালমনিরহাট এলজিইডি কর্তৃপক্ষ শুরু করে সংস্কার কাজ। ফেলা হয় পর্যাপ্ত জিও ব্যাগ ও বালু। পরে শনিবার রাত ১১টার দিকে শেষ হয় মেরামত। চলাচল উপযোগী হয় সড়কটি।

Exit mobile version