Site icon Jamuna Television

ভ্যাকসিন তৈরির সক্ষমতা বাড়াতে ৩৩৮ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

দেশেই ভ্যাকসিন তৈরির সক্ষমতা বাড়াতে ৩৩ কোটি ৮০ লাখ ডলার ঋণ দিতে চায় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। চলতি বছরেই ঋণ চুক্তি সই করা গেলে ঋণের ১৬ কোটি ৯০ লাখ মিলবে সহজ শর্তে। আর বাকি ঋণ পাওয়া যাবে নিয়মিত সুদে।

বুধবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সাক্ষাৎ করেন এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমিন গিন্টিং। এ সময় এডিবি কর্মকর্তা ঋণ প্রদানের আগ্রহের কথা তুলে ধরেন। পরে এডিবির আগ্রহের কথা সাংবাদিকদের জানান পরিকল্পনামন্ত্রী।

এম এ মান্নান বলেন, চলতি বছর বিভিন্ন খাতে প্রায় সাড়ে তিনশ কোটি ডলারের সহায়তা দিচ্ছে এডিবি। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, এডিবির আর্থিক সহায়তা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি সহযোগিতায় এসেন্সিয়াল ড্রাগসে ডেঙ্গু, করোনা, ইনফ্লুয়েঞ্জারসহ নানা রোগের টিকা তৈরির সক্ষমতা গড়ে তোলা হবে। ভবিষ্যত প্রয়োজনে নতুন টিকা আবিষ্কারে গবেষণার সক্ষমতা থাকবে দেশীয় এ প্রতিষ্ঠানের। প্রকল্পটির অগ্রাধিকার ভিত্তিতে আগামী ৩১ ডিসেম্বরের আগেই একনেকে অনুমোদনের উদ্যোগ নেয়ার কথাও জানান পরিকল্পনামন্ত্রী।

/এমএন

Exit mobile version