Site icon Jamuna Television

বিএনপি নেতা এ্যানীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর

নাশকতার মামলায় বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১১ অক্টোবর) শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চান তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যায়।

এ নিয়ে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন জানান, গভীর রাতে ধানমন্ডির বাসার দরজা ভেঙে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে ধানমন্ডি থানায় নিয়ে গেছে পুলিশ।

এরপর রাতেই ধানমন্ডি থানায় যান বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও জহির উদ্দিন স্বপন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সব মামলায় জামিনে আছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তবুও কেন তাকে গ্রেফতার করা হলো তা স্পষ্ট নয়।

এসজেড/

Exit mobile version