Site icon Jamuna Television

মিরপুরে জিম্মি করে নগদ টাকা লুট, পুরুষ নেই এমন বাসার মালিককে টার্গেট করতো আসামি

গ্রেফতারকৃত যুবক লিটন।

মিরপুরে ভাড়াটিয়া সেজে বাড়ির মালিককে জিম্মি করে স্বর্ণ, নগদ টাকা লুটের ঘটনায় লিটন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১১ অক্টোবর) তাকে গ্রেফতার করে পুলিশ।

৮ অক্টোবর সন্ধ্যা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মিরপুরের কলওয়ালাপাড়া এলাকার বাসাটিতে ঢুকছে মাস্ক পরা এক যুবক। প্রায় ত্রিশ মিনিট পর ঐ যুবককে হন্তদন্ত হয়ে বের হতে দেখা যায়। যুবকের নাম লিটন। ভাড়াটিয়া সেজে টাকা-পয়সা লুট করাই তার কাজ। সেদিনও বাড়ির মালিককে জিম্মি করে নগদ ২৫ হাজার টাকা, সোনার চেইন, আংটি ও মোবাইল ফোন নিয়ে পালিয়েছিল সে।

ভুক্তভোগী বাড়ির মালিক শিরিন মজুমদার বলেন, সে আমাকে জিম্মি করে রাখলে আমি মোট ২৫ হাজার টাকা তাকে দিয়েছি। আমাকে আলমারির চাবি দিতে বললে আমি বলি যে, চাবি আমার কাছে নেই। তখন সে আমার মুখের মধ্যে কাপড় গুঁজে আমাকে পিছমোড়া করে বেঁধে দরজা খোলা রেখে চলে যায়।

ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে মাঠে নামে পুলিশ। লিটনকে গ্রেফতারের পাশাপাশি লুণ্ঠিত টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করে তারা। উপ-পুলিশ কমিশনার জসীম উদ্দিন মোল্লা বলেন, ওই নারী বাসায় একা ছিলেন। লিটন তার বাসায় আসলে ওই নারী তার পরিচয় জানতে চায়। যুবক বলে, আমি আপনার সাথে বাসা ভাড়ার বিষয়ে কথা বলেছি। আমি অ্যাডভান্সের টাকা নিয়ে এসেছি। তখন ভদ্রমহিলা সরল বিশ্বাসে দরজা খুললে তাকে জিম্মি করে হাত-পা বেঁধে স্বর্ণের চেইন, আংটি, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায় লিটন। বাসা নিতে আসলে বাড়ির মালিকদের আরও সতর্ক থাকার পরামর্শ দেন এই পুলিশ কর্মকর্তা।

মিরপুর থানার ওসি জানান, আগে থেকে রেকি করে পুরুষ থাকে না এমন বাসার মালিককে টার্গেট করে লুট করতো আসামি লিটন।

/এএম

Exit mobile version