Site icon Jamuna Television

আমরা জনগণের কাছে দায়বদ্ধ, বিশ্ব দরবারের কাছে নই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমরা জনগণের কাছে দায়বদ্ধ, বিশ্ব দরবারের কাছে নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে পদ্মা ছাত্র কল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কে কি বললো তাতে কিছু যায় আসে না। সব বাধা উপেক্ষা করে শক্তভাবে দাঁড়িয়ে থাকার নাম শেখ হাসিনা। দেশের যেকোনো পরিস্থিতেই গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে । এ সময় সরকারের নানা উন্নয়নের চিত্র তুলে ধরেন তিনি।

এছাড়া, তরুণ প্রজন্মকে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে সুশিক্ষার পাশাপাশি নিজেদের আত্মনিয়ন্ত্রণের ওপরও জোর দেন তিনি।

Exit mobile version