Site icon Jamuna Television

বিরোধী দলের প্রার্থীদের নির্বিঘ্নে প্রচারণা চালানোর বিষয়ে জানতে চেয়েছে মার্কিন পর্যবেক্ষকরা

বিরোধী দলের প্রার্থীরা নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারবে কি না, আইনমন্ত্রী আনিসুল হকের কাছে তা জানতে চেয়েছেন ঢাকা সফররত প্রাক-নির্বাচনী মার্কিন পর্যবেক্ষক দল।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন পর্যবেক্ষক দল। এরপর বিকেলে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আনিসুল হক বলেছেন, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সরকার আইন প্রণয়নসহ নানা উদ্যোগ নিয়েছে।

কোনো দল নির্বাচনে আসবে না, এমন কোনো বিষয় রয়েছে কি না, তা-ও জানতে চেয়েছে বলে জানান আইনমন্ত্রী। এ বিষয়ে তিনি বলেন, নির্বাচনে কোনো রাজনৈতিক দল আসবে কি আসবে না, সেটি তাদের নিজস্ব ব্যাপার।

তিনি আরও জানান, ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইনের পার্থক্য জানতে চেয়েছে মার্কিন পর্যবেক্ষক দল। এ নিয়ে তাদের অবহিত করা হয়েছে।

/এমএন

Exit mobile version