ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। বুধবার (১১ অক্টোবর) দিবাগত রাত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। ফলে আগামী ২ নভেম্বর পর্যন্ত নদীতে জাল ফেলতে পারবেন না জেলেরা। নির্দেশনা অমান্য করলে জেল-জরিমানার বিধানও রয়েছে।
নিষেধাজ্ঞা চলাকালীন ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
জাল, নৌকা, ট্রলারসহ ইলিশ ধরার সকল সরঞ্জাম নদী থেকে উঠিয়ে নিয়েছে জেলেরা। অসাধু জেলেরা যাতে এই সময় মা ইলিশ ধরতে না পারে, সেজন্য প্রশাসনের কাছে কঠোর অভিযান পরিচালনার দাবি করা হয়েছে। পাশাপাশি, কর্মহীন হয়ে পড়া জেলেদের জন্য সরকারিভাবে চাল দ্রুত বিতরণ ও এনজিওর কিস্তি আদায় বন্ধ রাখারও দাবি তাদের।
/এএস /এএম

