Site icon Jamuna Television

‘মুজিব’ সিনেমাটি দেখলে ইতিহাসের অজানা তথ্য জানতে পারবে জাতি: প্রধানমন্ত্রী

'মুজিব: একটি জাতির রূপকার' চলচ্চিত্রের প্রিমিয়ার শোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘মুজিব’ সিনেমাটি দেখলে ইতিহাসের অনেক অজানা তথ্য জানতে পারবে জাতি। বঙ্গবন্ধুর জীবনী ছাড়াও জানা যাবে তার পরিবারের কথা। ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের প্রিমিয়ার শোতে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে আগারগাঁও ফিল্ম আর্কাইভে সিনেমাটির প্রিমিয়ার শো উদ্বোধন করেন সরকার প্রধান। অজানা অনেক তথ্য জানতে দেশবাসীকে সিনেমাটি দেখার অনুরোধ জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘মুজিব’ সিনেমাটি দেখলে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে জাতি। সব থেকে বড় কথা, আমার মা, আমার দাদা-দাদীসহ পরিবারের কথাও জানতে পারবেন। দেশবাসীর কাছে আহ্বান থাকবে সিনেমাটি দেখার। পরে কলাকুশলীদের নিয়ে সিনেমাটি দেখেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে এ সিনেমা নির্মাণ করা হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল আলোচিত এই সিনেমা। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল।

এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ। ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ অভিনয় করেছেন। এছাড়া, অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের একঝাঁক তারকা শিল্পী।

/এএম

Exit mobile version