Site icon Jamuna Television

ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে ইরানের প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজের ফোনালাপ

ইসরায়েল ও হামাসের মধ্যকার চলমান সংঘাত ইস্যুতে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। চীনের মধ্যস্ততায় পুনরায় সম্পর্কোন্নয়নে তেহরান ও রিয়াদের মধ্যে চুক্তির পর প্রথমবারের মতো ফিলিস্তিন-ইসরাইল ইস্যুতে টেলিফোনে আলোচনা করেছেন তারা। বুধবার (১১ অক্টোবর) ফোনকলে কথা বলেন এই দুই নেতা।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে, ইব্রাহিম রাইসি ও মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ বন্ধ করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।

সৌদি যুবরাজ বলেছেন, চলমান উত্তেজনা বন্ধ করার জন্য সমস্ত আন্তর্জাতিক ও আঞ্চলিক পক্ষের সাথে যোগাযোগের জন্য তারা সম্ভাব্য সকল প্রচেষ্টা চালাচ্ছে। বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার বিরুদ্ধে সৌদি আরবের অবস্থানও পুনর্ব্যক্ত করেছেন মোহাম্মদ বিন সালমান।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলের হামলায় নিন্দা জানিয়ে ইতোমধ্যে আলাদা বার্তা দিয়েছে সৌদি আরব ও ইরান। দুইটি দেশই ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেছে। এছাড়া, গাজায় ‘গণহত্যা’ চালানোয় ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

/আরএইচ/এমএন

Exit mobile version