Site icon Jamuna Television

প্রাথমিকের সকল ক্লাস এক শিফটে আনা হবে: প্রতিমন্ত্রী

পঞ্চগড় করেসপনডেন্ট:

প্রাথমিকের সকল ক্লাস এক সিফটে আনা হবে এবং নতুন কারিকুলামে পড়াশোনা শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। শিশুরা যাতে হাসিখুশির মাধ্যমে লেখাপড়া করতে পারে, তাই ৩য় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, আমাদের সকল প্রাথমিক বিদ্যালয়ে মিডডে মিল চালুর ব্যবস্থা নেয়া করা হচ্ছে। শিশুদের বিদ্যালয়মুখী করতে সরকার নতুন করে চিন্তাভাবনা করছে বলেও উল্লেখ করেন তিনি।

/আরএইচ

Exit mobile version