Site icon Jamuna Television

নিত্যপণ্যের বাজারে অস্থিরতা; দিশেহারা ক্রেতা

ছবি: সংগৃহীত

অস্থিরতা বেড়েই চলছে নিত্যপণ্যের বাজারে। লাগামহীন দামে দিশেহারা ক্রেতারা।

ডিমের বাজারে নৈরাজ্যের মাঝেই আবারও বাড়ানো হয়েছে দাম। ডজন প্রতি ১৪৪ টাকা নির্ধারণ করলেও তা এখন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। ট্রাকে-ট্রাকে আসছে আমদানি করা পেঁয়াজ; সরবরাহ ঘাটতিও কেটেও গেছে। তবে তার প্রভাব নেই খুচরা বাজারে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। স্বস্তি ফেরেনি আলুর দামেও। বেড়েছে ব্রয়লার মুরগীর দামও।  প্রতি কেজি মুরগি ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

নিত্যপণ্যের দামের এমন ঊর্ধ্বগতিতে কষ্ট বাড়ছে নিম্ন থেকে মধ্য আয়ের মানুষের। তাদের প্রশ্ন, কবে স্বস্তি ফিরবে বাজারে? অন্যদিকে, দাম নিয়ে ব্যবসায়ীরা দেখাচ্ছেন নানা অজুহাত।

এএস/এটিএম

Exit mobile version