Site icon Jamuna Television

ডিমের বাজারে অস্থিরতা, বেড়েছে দাম

ছবি: সংগৃহীত

ডিমের দাম বেঁধে দেয়ার এক মাস পার হতে চলেছে। তবে সরকার নির্ধারিত দামে কোথাও ডিম বিক্রি হচ্ছে না। বরং উল্টো দাম বেড়েছে। এক মাসের ব্যবধানে ডিমের ডজন দেড়শ টাকা ছাড়িয়েছে।

রাজধানীর মহল্লার দোকানে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে ১৪ টাকার আশেপাশে। সরকার গত ১৪ সেপ্টেম্বর খুচরা পর্যায়ে প্রতি পিসের দাম ১২ টাকা নির্ধারণ করে দিয়েছিল।

বিক্রেতাদের দাবি, খামার পর্যায়ে উৎপাদনে ঘাটতি তৈরি হয়েছে। রাজধানীর তেজগাঁও পাইকারি বাজারে প্রতি পিস ডিমের দাম ১২ টাকা ২০ পয়সায় বিক্রি হচ্ছে। পাইকার হয়ে খুচরা দোকানে বিক্রি হচ্ছে ১৩ টাকায়। আর মহল্লার দোকানে তা আরও একটু বেশি দরে বিক্রি হচ্ছে।

বাজারে বাদামি রঙের ডিম বিক্রি হচ্ছে ডজন ১৫৫ থেকে ১৬০ টাকায়। সাদা রঙের ডিম পাওয়া যাচ্ছে ১৫০ টাকায়। গত মাসের শেষের দিকে কোথাও কোথাও ১৪৪ টাকায় বিক্রি হলেও বেশির ভাগ বাজারে ১৫০ টাকায় বিক্রি হয়েছে।

/এমএন

Exit mobile version