
বিএনপি মহাসচিবের যুক্তরাষ্ট্র সফর নিয়ে উৎকণ্ঠিত হয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমালোচনা করছেন বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, গত ১৫ দিনে সারা দেশে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই হাজার মামলা দায়ের করা হয়েছে। যেখানে আসামি করা হয়েছে ২০ হাজারের বেশি। ভূতুড়ে এসব মামলায় মৃত ব্যক্তিকেও আসামি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বর্তমান মেডিকেল বোর্ডের ওপর অসন্তুষ্ট উল্লেখ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, খালেদা জিয়া শারিরিক অবস্থার অবনতি হচ্ছে, শিগগিরই সুচিকিৎসা প্রয়োজন।
 
				
				
				
 
				
				
			


Leave a reply