Site icon Jamuna Television

লুঙ্গির তোপে চাপে অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ওপেনার কুইন্টন ডি ককের সেঞ্চুরি উপর ভর করে ৩১১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনার মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নারের উইকেট হারিয়ে চাপে পড়ে অজিরা। মূলত আফ্রিকান পেসার লুঙ্গি এনগিদির সুইং-ইনসুইং বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে প্যাট কামিন্সের দল।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) লখনৌর ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপায় ইকানা ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার দেয়া ৩১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই আফ্রিকান পেসারদের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। দলীয় ২৭ রানের মাথায় মার্কো ইয়ানসেনের অফ কাটার বলে উড়িয়ে মারতে গিয়ে টপ এজ হয়ে বাভুমার হাতে ধরা পড়েন মিচেল মার্শ। আউট হওয়ার আগে ১৫ বলে ৭ রান করেন তিনি।

ইনিংস বড় করতে পারেননি শুরু থেকেই ধুঁকতে থাকা ডেভিড ওয়ার্নার। লুঙ্গি এনগিদির ইন সুইং বলে পয়েন্টে দাঁড়ানো রুসে ভান ডার ডুসেনের হাতে ধরা পড়েন ওয়ার্নার। ২৭ বলে ২ চারে ১৩ রান করেন এই অজি ওপেনার।

/আরআইএম

Exit mobile version