Site icon Jamuna Television

প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের হয়ে একমাত্র গোলটি করেছেন নিকোলাস ওটামেন্ডি।

এদিন ম্যাচের শুরুর একাদশে ছিলেন না আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ঘরের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই লিড নেয় আর্জেন্টিনা। দারুণ ফিনিশিংয়ে স্কোরশিটে নাম তোলেন নিকোলাস ওটামেন্ডি। প্রথমার্ধের বাকি সময়ে গোলের দেখা পায়নি দু’দলের কেউই।

বিরতির পর হুলিয়ান আলভারেজের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। তবে দৃশ্যপট বদলাতে পারেননি ফুটবল জাদুকর। তার নেয়া একটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পুরো ম্যাচে ৭৫ শতাংশ বলের দখল নিয়েও স্কোরলাইন দ্বিগুণ করতে পারেনি স্কালোনির শিষ্যরা। গোলের উদ্দেশে নেয়া ১৫ শটের একটিই কেবল সফল হয়েছে।

এই জয়ে টেবিলের শীর্ষে আলবিসেলেস্তেরা। ১ পয়েন্ট পেয়ে প্যারাগুয়ে আছে পয়েন্ট টেবিলের আটে।

/এএম

Exit mobile version