Site icon Jamuna Television

বাস্তুচ্যুত সাড়ে ৪ লাখ গাজাবাসী, সহযোগিতার আহ্বান জাতিসংঘের

ছবি: সংগৃহীত

সাড়ে ৪ লাখের মতো গাজাবাসী বর্তমানে বাস্তুচ্যুত। বৃহস্পতিবার (১২ অক্টোবর) এই তথ্য জানালো জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংস্থা ‘ওচা’।

বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলি সেনা অভিযানের কারণে নিজ ঘরবাড়ি আর শরণার্থী শিবির ছাড়তে বাধ্য হয়েছেন লাখ-লাখ মানুষ। শুধু বৃহস্পতিবারই গৃহহীন হয়েছেন ৮৫ হাজারের কাছাকাছি ফিলিস্তিনি। জাতিসংঘের ৮৮টি স্কুলে অনেকের আপাতত মাথা গোজার ঠাঁই মিললেও বাদবাকিরা খোলা আকাশের নিচে। তাদের খাবারের যোগান দিতে হিমশিম খাচ্ছেন স্বেচ্ছাসেবীরা।

এ পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের কাছে ২৯৪ মিলিয়ন ডলারের সহযোগিতার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জানানো হয়, যাদের অতি জরুরি ত্রাণ প্রয়োজন; তাদেরই শুধু আপাতত সহায়তা করা হবে। এ মুহুর্তে গাজা ও পশ্চিম তীরের ১২ লাখ মানুষের সাহায্য প্রয়োজন।

/এএম

Exit mobile version