Site icon Jamuna Television

গাজার ১১ লাখ বাসিন্দাকে ২৪ ঘণ্টার মধ্যে সরার নির্দেশ ইসরায়েলের

২৪ ঘণ্টার মধ্যে গাজা উপত্যকা থেকে ১১ লাখ বাসিন্দাকে সরে যাওয়ার সতর্কতা জারি করলো ইসরায়েল। যা ভূখণ্ডের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। খবর এপির।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিচ এ তথ্য জানান। তার বিবৃতি অনুসারে, ওয়াদি গাজা থেকে একদিনের মধ্যে দক্ষিণাঞ্চলে বিপুল সংখ্যক মানুষকে সরে যাওয়ার কথা বলা হয়েছে। যা ধ্বংসস্তূপে পরিণত হওয়া উপত্যকায় রীতিমতো অসম্ভব।

এদিকে, আল্টিমেটাম বাতিলে জোরালো আহ্বান জানিয়েছে জাতিসংঘ। দাবি, চলমান বিপর্যয়ের মধ্যে এটি নতুনভাবে ছড়াবে ট্র্যাজেডি। ইসরায়েলের এই ঘোষণার মাধ্যমে স্থলাভিযান শুরুর ইঙ্গিত দেয়া হয়েছে, এমনটাও জানিয়েছে জাতিসংঘ। জাবালিয়া শরণার্থী ক্যাম্প ছাড়াও বেইত লাহিয়া ও বেইত হানুন এলাকায় বিপুল সংখ্যক ফিলিস্তিনির বসবাস।

/এমএন

Exit mobile version