Site icon Jamuna Television

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের তৃতীয় চালান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

পাবনা করেসপন্ডেন্ট:

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের তৃতীয় চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় প্রবেশ করে।

ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো যাওয়ার সময় মহাসড়কে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তাবলয় ছিল। এই জ্বালানি পরিবহনে নিরাপত্তার জন্য ভোর থেকে পাবনা-নাটোর-কুষ্টিয়া মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল সীমিত রাখা হয়। ইউরেনিয়াম প্রকল্প এলাকায় পৌঁছালে তা স্বাভাবিক হয়।

এর আগে, ইউরেনিয়ামের প্রথম চালান গত ২৯ সেপ্টেম্বর এবং দ্বিতীয় চালান ৬ অক্টোবর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় পৌঁছায়।

/আরএইচ/এমএন

Exit mobile version