Site icon Jamuna Television

গাজা উপত্যকায় ‘গণহত্যা’ চালাচ্ছে ইসরায়েল, দাবি হামাসের

ইসরায়েলি বিমান হামলায় ধোঁয়া উড়ছে গাজা শহরে। ছবি: এএফপি

গাজা উপত্যকায় ‘গণহত্যা’ চালাচ্ছে ইসরায়েল। চলমান আগ্রাসনে দেড় হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যুর পর এই অভিযোগ তুলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। খবর আল জাজিরার।

নিহতের তালিকায় পাঁচ শতাধিক শিশু রয়েছে। ২৭৬ জন নারীও প্রাণ হারিয়েছেন ইসরায়েলি আগ্রাসনে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, হামাসের গোপন ঘাঁটি লক্ষ্য করে ছোঁড়া হয়েছে ৬ হাজারের বেশি রকেট ও মিসাইল। কিন্তু লোকালয় আর ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবির এই অভিযানে বেশি ক্ষতিগ্রস্ত। বৃহস্পতিবারও একটি অ্যাপার্টমেন্টে চালানো হামলায় প্রাণ হারিয়েছেন ৪৫ বেসামরিক ফিলিস্তিনি।

এখন পর্যন্ত ৬ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। সেই অনুসারে হাসপাতালগুলোয় মিলছে না চিকিৎসা। জাতিসংঘের আশঙ্কা, শিগগিরই অস্ত্রবিরতি কার্যকর করতে না পারলে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখবে গাজা।

/এএম

Exit mobile version