Site icon Jamuna Television

সিরাজদিখানে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

সিরাজদিখান প্রতিনিধি:

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ১১ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ অক্টোবর) তাকে মুন্সিগঞ্জ আদালতে পাঠানো হয়।

গতকাল বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে ভুক্তভোগীর নানী তার মেয়ের জামাতার বিরুদ্ধে সিরাজদিখান থানায় মামলা করেন। এরপর রাতেই ভুক্তভোগীর বাবাকে গ্রেফতার করা হয়।

অভিযোগ করা হয়েছে, অভিযুক্ত পিতা সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের কোটগাও গ্রামে দর্জি হিসেবে কাজ করেন। সে ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। এরমধ্যে গত বুধবার রাত সাড়ে ১১টায় স্ত্রী ও মেয়েকে ঘুমের ওষুধ খাওয়ায় অভিযুক্ত। এরপর নিজের শিশু মেয়েকে ধর্ষণ করে। বিষয়টি মা জেনে গেলে এ বিষয়ে কাউকে কিছু বলতে নিষেধ করেন অভিযুক্ত এবং ভয়ভীতি দেখায়। বাকপ্রতিবন্ধী এই মা তার মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যায়। সেখানে পরিবারের লোকজন জিজ্ঞাসাবাদ করলে মেয়েকে তার বাবা ধর্ষণ করে বিষয়টি জানায়। পরে এ ঘটনায় শিশুটির নানী নারী ও শিশু নিযার্তন দমন আইনে মামলা করেন।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম সুমন জানান, এ ঘটনায় ওই শিশুর নানী ভুক্তভোগীকে নিয়ে এসে থানায় অভিযোগ করলে মামলা রুজু করা হয় এবং বাবাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত বাবাকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে এবং মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য মুন্সিগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

/আরএইচ/এমএন

Exit mobile version