Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে চালককে কুপিয়ে হত্যা, অটোরিকশা ছিনতাই

লক্ষীপুর করেসপন্ডেন্ট:

লক্ষ্মীপুরে চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ অক্টোবর) সকালে রায়পুর উপজেলার বামনী ইউনিয়নে একটি সুপারি বাগান থেকে শাহ আলম স্বপনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ অটোরিকশা নিয়ে বের হন স্বপন। এরপর আর বাড়ি ফেরেননি। রাতে অনেক খোঁজাখুঁজি করলেও সন্ধান মেলেনি।

সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিচয় শনাক্ত করেন পরিবারের সদস্যরা। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, রাতে স্বপনকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর তার অটোরিকশা নিয়ে যায় দুর্বৃত্তরা।

/এমএন

Exit mobile version