Site icon Jamuna Television

বিবাদ মেটাতে গিয়ে রাজধানীতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার খুন

ছবি: নিহত মোসাব্বির

রাজধানীর দক্ষিণখানে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির জেরে মোসাব্বির হোসেন (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। দক্ষিণখানের কসাইবাড়ী রেলগেট সংলগ্ন বটতলা এলাকায় বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মোসাব্বির হোসেন পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি দক্ষিণখানের মোতালেব হোসেন ও নাসরিন দম্পতির একমাত্র ছেলে। জানা যায়, মোসাব্বির হোসেনের এলাকার ছোট ভাই জাবেদ গাওয়াইর এলাকার নোমানের কাছে টাকা পেতো। ওই টাকা নিয়ে জাবেদের সঙ্গে ঘাতকদের কথা কাটাকাটি হয়। সেই ঘটনা মীমাংসা করতে গেলে ঘাতকেরা মোসাব্বিরকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মারা যান মোসাব্বির।

এদিকে, নিহতের বন্ধুরা দাবি করেন, হাসপাতালের চিকিৎসকরা সময়মতো চিকিৎসা দিলে মোসাব্বিরকে বাঁচানো সম্ভব হতো। নিহতের মা ছেলের হত্যাকারীদের ফাঁসি দাবি করেছেন।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ইয়াসিন গাজী বলেন, এখানে দুই পাড়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিবাধ চলছিল। আসামিদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।

/আরএইচ/এমএন

Exit mobile version