Site icon Jamuna Television

ফ্রান্সে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ

ছবি: রয়টার্স

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে ফ্রান্সে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) ফ্রান্সের রাজধানী প্যারিসে জমায়েত হয় হাজারো ফিলিস্তিনপন্থী। খবর আল জাজিরার।

রাজপথ অবরোধ করে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। ইসয়ায়েলি দখলদারদকে খুনি এবং প্রেসিডেন্ট ম্যাকরনকে দুষ্কর্মের সহযোগী বলে স্লোগান দিতে থাকেন তারা। একপর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপ করে পুলিশ।

ফিলিস্তিনপন্থী দুইটি দলকে নিষিদ্ধ ঘোষণাও করেছে প্রশাসন। মূলত ফ্রান্স ইউরোপের সবচেয়ে বড় মুসলিম এবং ইহুদি কমিউনিটির দেশ। তাই দু’পক্ষের যেকোনো ধরনের সংঘাত এড়াতে কঠোর অবস্থানে রয়েছে সরকার। জোরালো করা হয়েছে ইহুদি স্কুল ও সিনাগগের নিরাপত্তা।

এদিকে, ফরাসিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। এর আগেও মধ্যপ্রাচ্যের সংকটের জেরে দেশটিতে উত্তেজনা ছড়ানোর ঘটনা ঘটেছে।

/এএস/এমএন

Exit mobile version