Site icon Jamuna Television

ফিলিস্তিনে হামলার প্রতিবাদ রাজধানীতে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও গাজা উপত্যকায় ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) জুমার নামাজের পর বায়তুল মোকাররমসহ নগরীর বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন মুসল্লিরা।

দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভে অংশ নেন। এ সময় তারা ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভে অংশ নেয়ারা জানান, বিশ্বের কোথাও মুসলিমরা অত্যাচারিত হলে তাদের পাশে মুসলিমদের দাঁড়ানো উচিত। তাই বাংলাদেশ সরকারকে দ্রুত ফিলিস্তিদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তারা। একইসাথে গাজায় ইসরাইলের হামলার নিন্দাও জানান মুসল্লিরা।

/এমএন

Exit mobile version