Site icon Jamuna Television

শেখ হাসিনার উন্নয়নের প্রশংসা করেছেন বাইডেন: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট ব্যুরো:

জি-২০ সম্মেলনে শেখ হাসিনার গত কয়েক বছরের উন্নয়ন কাজের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, এমনটাই বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে সিলেটের সদর উপজেলার হাটখোলা ইউনিয়ন পরিষদে শিবের বাজার জিসি-কোম্পানিগঞ্জ সড়কের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি এ কথা বলেন।

এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ সব সময় নিপীড়িত ফিলিস্তিনের পক্ষে। তবে টু স্টেট সলিউশন প্রতিষ্ঠিত না হলে সেখানে শান্তি আসবে না। পাশাপাশি সারাবিশ্বের মতো বাংলাদেশেও এই যুদ্ধের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

/এমএন

Exit mobile version