Site icon Jamuna Television

হাসপাতালে ভর্তি পরীমণি

ছবি: ফেসবুক পেইজ।

হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণি। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে থেকে ভিডিও পোস্ট করে এই তথ্য জানিয়েছেন পরী।

দীর্ঘ দুই বছর পর চলতি সপ্তাহের রোববার শুটিংয়ে ফিরেছিলেন তিনি। কিন্তু সপ্তাহ শেষ হতে না হতেই অসুস্থতার খবরটি নিজেই জানিয়েছেন নেটমাধ্যমে। ভিডিওতে পরীমণির সঙ্গী দেখা যায় তার একমাত্র ছেলে রাজ্যকে।

জানা গেছে, হঠাৎ অনেক জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এ নায়িকাকে। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে ছেলের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন পরীমণি। স্ট্যাটাসের ক্যাপশনে লিখেছেন, আমার জীবনের শান্তি! আমি তোমাকে পেয়ে অনেক সুখী, আলহামদুলিল্লাহ। হঠাৎ জ্বর নিয়ে হসপিটালে ভর্তি হতে হল। দোয়া করবেন।

/এআই

Exit mobile version