Site icon Jamuna Television

বাংলাদেশ যেকোনো যুদ্ধের বিপক্ষে: তথ্যমন্ত্রী

ফাইল ছবি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ যেকোনো যুদ্ধের বিপক্ষে। সেটি ফিলিস্তিন হোক কিংবা ইসরাইল হোক। শুক্রবার (১৩ অক্টোবর) বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, হামাসের হামলার পর গাজা উপত্যকার ১১ লাখ মানুষকে যেভাবে জিম্মি করেছে, সেখানে খাদ্য, পানি, জ্বালানি সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে এটি অপরাধ এবং তারা মানবতার বিরুদ্ধে অপরাধ করছে।

মন্ত্রী বলেন, আমি আজকে টেলিভিশনে দেখে আশ্চর্য হলাম ইউরোপের বিভিন্ন দেশে ফিলিস্তিনের পক্ষে অবস্থান, শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ফ্রান্স, জার্মানি অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে। এমনকি কথা বলাও নিষিদ্ধ করেছে। যারা মত প্রকাশের স্বাধীনতার কথা বলে তাদের দেশে মত প্রকাশের স্বাধীনতা দমন করা হচ্ছে। এরপরও তারা মত প্রকাশের স্বাধীনতার কথা বলার কোনো নৈতিক অধিকার রাখেন? যেকেউ যেকোনো বিষয়ে কথা বলা তার মত প্রকাশের স্বাধীনতা অথচ ফিলিস্তিনের পক্ষে কথা বলা বন্ধ করে সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে।

/এনকে

Exit mobile version