Site icon Jamuna Television

পাওয়ারপ্লেতে ভালো শুরু বাংলাদেশি বোলারদের

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে মুশফিকুর রহিতের ফিফটি ও সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদের জোড়া চল্লিশোর্ধ রানের উপর ভর করে ২৪৫ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই কিউই ওপেনার রাচিন রবীন্দ্রকে সাজঘরে ফেরান মোস্তাফিজুর রহমান। পাওয়ারপ্লে শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৩৭ রান।

শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশের দেয়া ২৪৬ রানের টার্গেটে শুরুতেই রাচিন রবীন্দ্রর উইকেট হারায় নিউজিল্যান্ড। নিজের দ্বিতীয় ও ইনিংসের তৃতীয় ওভারে রাচিন রবীন্দ্রকে মুশফিকুর রহিমের কাছে তালুবন্দি করেন মুস্তাফিজ। ১৩ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন রবীন্দ্র।

১২ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর ডেভন কনওয়েকে নিয়ে ইনিংস টানছেন কেন উইলিয়ামসন। কনওয়ে ২৪ বলে ১৫ ও উইলিয়ামসন ২৩ বলে ১০ রানে অপরাজিত আছেন।

/আরআইএম

Exit mobile version