Site icon Jamuna Television

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর পুনরায় দুই মাত্রার এই সতর্কতা জারি করেছে।

হালনাগাদ করা এই ভ্রমণ সতর্কতায় বলা হয়, অপরাধ, সন্ত্রাসবাদ ও আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশ ভ্রমণে বাড়তি সতর্কতা থাকা উচিত। এছাড়া বাংলাদেশের পার্বত্য অঞ্চলেও নিরাপত্তাজনিত ঝুঁকি থাকার কথা উল্লেখ করে সেখানে ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটি।

ভ্রমণ সতর্কতায় বলা হয়, জাতীয় নির্বাচন ঘিরে নির্বাচনকেন্দ্রিক তৎপরতা ইতোমধ্যে শুরু হয়েছে। শান্তিপূর্ণ বিক্ষোভগুলো যেকোনো সময় সংঘাতময় হয়ে উঠতে পারে। ফলে ভ্রমণে বাড়তি সতর্ক থাকা জরুরি।

/এনকে

Exit mobile version