Site icon Jamuna Television

লেবাননে ইসরায়েলের হামলায় রয়টার্সের ১ সাংবাদিক নিহত, আহত ৬

লেবাননে ইসরায়েলি হামলায় আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক ভিডিও সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়া আল জাজিরা, এপিসহ অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের আরও ছয় সাংবাদিক আহত হয়েছেন। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে রয়টার্স। খবর রয়টার্সের।

বিষয়টি নিশ্চিত করে রয়টার্স এক বিবৃতিতে জানায়, নিহত সাংবাদিকের নাম ইশাম আব্দুল্লাহ। তিনি দক্ষিণ লেবাননের কর্মরত অন্যান্য ক্রুদের সাথে কাজ করছিলেন। ব্রডকাস্টের জন্য একটি লাইভ ভিডিও সম্পাদনা করছিলেন তিনি। ক্যামেরাটি পাহাড়ের দিকে রাখা হয়েছিল। হঠাৎ একটি তীব্র বিস্ফোরণ ক্যামেরাটি কেঁপে ওঠে। বাতাস ধোঁয়ায় পূর্ণ হয়ে যায় এবং চিৎকার শোনা যায়। ইসরায়েল-লেবানন সীমান্তের আলমা আস-সাব এলাকায় ছবি এবং তথ্য সংগ্রহ করছিলেন তারা।

ঘটনাস্থলে থাকা রয়টার্সের একজন ভিডিওগ্রাফার জানিয়েছেন, শুক্রবার দক্ষিণ লেবাননে ইসরায়েলের দিক থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তাদের আঘাত করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ইশামের। রয়টার্সের একজন ভিডিও সাংবাদিক নিহত এবং আরও ছয়জন সাংবাদিক আহত হন।

এছাড়াও এ ঘটনায় নিন্দা ও দুঃখ প্রকাশ করেছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, আমাদের ভিডিওগ্রাফার ইশাম আব্দুল্লাহকে হত্যা করা হয়েছে। ইশামের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে আন্তর্জাতিক এই সংবাদ সংস্থাটি।

/এমএইচ

Exit mobile version