Site icon Jamuna Television

হামাসের ভয়ে টয়লেটে লুকিয়েও পার পেলো না ইসরায়েলিরা

ইসরায়েলিদের শৌচাগারে হামলার ভিডিও প্রকাশ করলো হামাস। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। এতে ২৬০ জন ইসরায়েলি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর ডেইলি মেইলের।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দক্ষিণ ইসরায়েলের রেইম নামক একটি গ্রামে চলছিল নোভা মিউজিক ফেস্টিভ্যাল। অনুষ্ঠাস্থলে বাইরে কিছু অস্থায়ী টয়লেট নির্মাণ করা হয়েছিল। হঠাৎ হামাস সদস্যরা সেখানে হামলা চালালে পালাতে শুরু করে ইসরায়েলিরা। এ সময় কিছু ইহুদি নাগরিক আশ্রয় নেয় সেসব অস্থায়ী টয়লেটে।

তবে এতেও ক্ষ্যান্ত হয়নি হামাসের যোদ্ধারা। তারা সেই টয়লেট লক্ষ্য করে ছুড়তে থাকে গুলি। প্রতিটি টয়লেট লক্ষ্য করে গুলি চালায় তারা। ওই স্থান থেকে কয়েকজন ইসরায়েলিকে আটক করা হয় বলেও জানানো হয়।

এটিএম/

Exit mobile version