Site icon Jamuna Television

উদ্বোধনের আগেই বঙ্গবন্ধু টানেল দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা

চট্টগ্রাম ব্যুরো:

দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশে প্রথমবারের মতো নির্মিত বঙ্গবন্ধু টানেল। উদ্বোধনের আগেই তা দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা।

আগামী ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই টানেল ঘিরেও সাজ সাজ রব।
শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে পরিবার নিয়ে যোগাযোগের নতুন দিগন্তের সাক্ষী হচ্ছেন অনেকে।

ষাটোর্ধ্ব মাকে নিয়ে বঙ্গবন্ধু টানেলের সামনে এসেছেন ছেলে। উদ্বোধন হয়নি, তাই মেলেনি ভেতরে যাওয়ার অনুমতি। অনুমতিতে কি আর মায়ের টানেল দেখার শখ আটকে যাবে? না। মোবাইল দিয়ে তাই টানেলের প্রবেশ পথে সেলফি তুলে মেটালেন মায়ের শখ।

টানেল যুগে প্রবেশে এখন শুধু হাতেগোনা কয়েকটা দিন বাকি। তাই ছুটির দিনে টানেল দেখতে উপচে পড়া ভিড়।
শিক্ষার্থীদের নিয়ে শিক্ষক আর বাবা-মায়ের সাথে আসছে শিশুরা। বন্ধুদের সাথে ছবি তুলে যোগাযোগের নতুন দিগন্তের সাক্ষী হচ্ছেন অন্যরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের উপস্থিতিও কম নয়।

নদীর তলদেশে ৩.৪৩ কিলোমিটার দৈর্ঘ্যের এই বঙ্গবন্ধু টানেল পার হতে সময় লাগবে ৪-৫ মিনিট। এতে যেমন কর্ণফুলীর দুই পারের মানুষের যোগাযোগে সময় কমবে তেমনি বাড়বে শিল্প বিপ্লবের সম্ভাবনা।

এএস/এটিএম

Exit mobile version