Site icon Jamuna Television

নারায়ণগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণ, দগ্ধ ৫

সিনিয়র করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি রি-রোলিং মিলে বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। শনিবার (১৪ অক্টোবর) ভোরে গোদনাইল সৈয়দপাড়া এলাকার শারমিন রোলিং মিলে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন সাইফুল, ইকবাল, মোজাম্মেল, জাকারিয়া ও শরিফুল। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছে, সবার অবস্থাই আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ করার সময় হঠাৎ গ্যাসের মিটার বিস্ফোরণ হয়। ফায়ার সার্ভিস গিয়ে আহতদের উদ্ধার করে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

/এমএন

Exit mobile version