Site icon Jamuna Television

মিসর সীমান্ত দিয়ে গাজায় ত্রাণ প্রবেশের সুযোগ দিতে হবে ইসরায়েলকে: এরদোগান

ছবি: সংগৃহীত।

মিসরের রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেয়া উচিৎ ইসরায়েলের। শুক্রবার (১৩ অক্টোবর) এমন মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। খবর রয়টার্স

তুরস্কের পাঠানো মানবিক সহায়তার প্রথম বহর পৌঁছায় রাফাহ সীমান্তে। বিমানে পাঠানো হয় জরুরি ত্রাণ। এতে আছে ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, শুকনো খাবার, শিশুদের ডায়াপার, পানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।

ইস্তাম্বুলে দেয়া বক্তব্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, গাজার জন্য জরুরি পণ্য সরবরাহ অব্যাহত রাখবে আঙ্কারা। মিসরের সাথে সমন্বয়ের কথাও জানান তিনি। বলেন, সংকট সমাধানে বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে তুর্কি প্রশাসন। এর আগে হামাসের সাথে ইসরায়েলের চলমান সংঘাত নিরসনে, মধ্যস্থতার আহ্বান জানায় তুরস্ক।

তিনি আরও বলেন, রাফাহ গেইট দিয়ে মানবিক সহায়তা প্রবেশ করতে দিতে হবে। আল আরিশ বিমানবন্দরে পৌঁছেছে আমাদের পাঠানো ত্রাণ। সংঘাত শুরুর পর প্রথমবারের মতো অঞ্চলটিতে সহায়তা পাঠানো হলো। আরও ত্রাণ পাঠানোর প্রস্তুতি চলছে। সংঘাত থেকে বের হওয়ার একটি পথ খুঁজতে সর্বাত্মক চেষ্টা করছি।

/এআই

Exit mobile version