Site icon Jamuna Television

সরকার পতনের জন্য মির্জা ফখরুল এখন আজরাইলের সাথে যোগাযোগ করছে: ওবায়দুল কাদের

সরকার পতনের জন্য মির্জা ফখরুল এখন আজরাইলের সাথে যোগাযোগ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে এ কথা বলেন তিনি।

এ সময় ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল বলে, বাংলাদেশের অর্থনীতি ফোকলা হয়ে গেছে। অথচ আইএমএফের মন্তব্য আমরা দেখেছি। আইএমএফ বলেছে, বাংলাদেশের অর্থনীতি সঠিকভাবে অগ্রসর হচ্ছে। দক্ষিণ এশিয়ায় অর্থনীতির দিক দিয়ে ভারতের পর দ্বিতীয় অবস্থানে আমরা। অথচ ফখরুল বলেন, অর্থনীতি ফোকলা হয়ে গেছে। আসলে বিএনপিই ফোকলা হয়ে গেছে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আইনে আছে, মুক্তি পেতে গেলে আগে জেলে যেতে হবে। এরপর আদালতের কাছে বিদেশে চিকিৎসার জন্য অনুমতি নিতে হবে। আদালত যদি ছুটি দেন, অনুমতি দেন, তাহলে খালিদা জিয়ার বিদেশ যাওয়ার ক্ষেত্রে সরকার বাধা দেবে না।

এসজেড/

Exit mobile version