Site icon Jamuna Television

বোয়ালমারীতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মায়ের দাবি, ‘ঘাড়ে জ্বিন ছিল’

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে খাদিজা আক্তার মিম (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, আত্মহত্যা করেছেন খাদিজা। নিহত খাদিজা ফরিদপুর রাজেন্দ্র কলেজের বিএ (অনার্স) ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি পৌরসভার ২ নং ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রামের ঋষিপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে।

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে খাদিজার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে খাদিজার সাথে তার মায়ের ঝগড়াঝাটি হয়। পরে নিজ ঘরের দরজা-জানালা বন্ধ করে দেয় মিম। পরে ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

তবে নিহত খাদিজার মায়ের দাবি, খাদিজার ঘাড়ে জ্বিন ছিল। সে প্রায়ই বিনা কারণে ঝগড়াঝাটি করতো। শনিবার দুপুরে আবারও ঝগড়াঝাটি করে জানালা-দরজা বন্ধ করে ঘুমাতে যায় খাদিজা। তবে সন্ধ্যা পর্যন্ত সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভাঙে ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ প্রেরণ করা হবে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এসজেড/

Exit mobile version