Site icon Jamuna Television

চট্টগ্রামে চলন্ত বাসের চাকা বিস্ফোরণে নিহত ১, আহত একাধিক

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের শাহ আমানত সেতুতে একটি বাসের চাকা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন এক ব্যক্তি। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, শনিবার (১৪ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে বাসটি কর্ণফুলী উপজেলার মইজ্জার টেক এলাকা হয়ে শাহ আমানত সেতু পার হচ্ছিল। এ সময় বাসটি সেতুর মাঝপথে এলে হঠাৎ এর একটি চাকায় বিস্ফোরণ ঘটে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। এতে ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তবে তাদের মধ্যে কারো অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এসজেড/

Exit mobile version