Site icon Jamuna Television

আ. লীগ ক্ষমতায় থাকায় দেশের মানুষ ভালো আছে: নওফেল

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশের মানুষ ভালো আছেন বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে শনিবার (১৪ অক্টোবর) সকালে চট্টগ্রামের আন্দরকিল্লার সতীশ বাবু লেনে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশে এখন শান্তিপূর্ণ পরিবেশ, মানুষ ভালো আছে। এই সম্প্রীতি এবং উন্নয়ন ব্যাহত করতে নানা ষড়যন্ত্র চলছে।

একইদিন, চট্টগ্রামে আরেক অনুষ্টানে শিক্ষা উপমন্ত্রী বলেন, দুর্গা পূজাকে সামনে রেখে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি সাম্প্রদায়িক সহিংসতা করার চেষ্টায় আছে। এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা দিয়ে নিশ্চিন্তে-নির্ভয়ে শারদীয় দুর্গোৎসব পালন করতে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান তিনি।

/আরএইচ/এমএন

Exit mobile version