Site icon Jamuna Television

এবার গাজায় স্থল ও সমুদ্রপথে হামলার ঘোষণা ইসরায়েলের

সপ্তাহব্যাপী ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। হামলায় এ পর্যন্ত অন্তত ২২১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এবার বিমান হামলার পাশাপাশি গাজায় জল ও স্থলপথে হামলার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এ জন্য সব ধরনের প্রস্তুতিও নেয়া হয়েছে। খবর বিবিসির।

শনিবার (১৪ অক্টোবর) ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে হামলার হুঁশিয়ারি দেয়া হয়। তবে কখন থেকে হামলা শুরু হবে তা বলা হয়নি।

প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে বলা হয়, সমন্বিত হামলার লক্ষ্যে মোতায়েন করা হবে হাজার হাজার রিজার্ভ সেনা। এরইমধ্যে কৌশলগত বিভিন্ন ঘাঁটিতে অস্ত্র-সরঞ্জাম পাঠানো হয়েছে।
ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) জোরালো স্থল অভিযানের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়।

শুক্রবার গাজার উত্তরাঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় ইসরায়েলি বাহিনী। পরে আরও ৬ ঘণ্টার জন্য চালু করা হয় বিশেষ করিডোর। গাজায় স্থল অভিযানের লক্ষ্যে ৫০ বছরের মধ্যে সবচেয়ে বেশি রিজার্ভ সেনা নামিয়েছে ইসরায়েল।

/এনকে

Exit mobile version