Site icon Jamuna Television

সুষ্ঠু নির্বাচনের জন্য ৫ দফা সুপারিশ মার্কিন পর্যবেক্ষক দলের

ফাইল ছবি।

বাংলাদেশে অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে অর্থবহ সংলাপসহ ৫ দফা সুপারিশ দিয়েছে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল।

এক বিবৃতিতে সুপারিশগুলো উপস্থাপন করেছে সংস্থাটি। মার্কিন এই প্রাক নির্বাচনী প্রতিনিধি দলের সুপারিশগুলোর মধ্যে আরও রয়েছে, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।

এছাড়া যে কোনো ধরনের সহিংসতা এবং রাজনৈতিক সংঘাতের পেছনে দায়ীদের বিচারের মুখোমুখি করার তাগিদ করে সংস্থাটি। নির্বাচন পরিচালনা কার্যক্রমকে শক্তিশালী করতে সব দলের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা নিশ্চিত করা এবং জনগণকে নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার কথাও বলা হয়েছে সুপারিশমালায়।

ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট-আইআরআই এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট-এনডিআই বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণে আন্তর্জাতিক প্রতিনিধি দল পাঠায়। প্রতিনিধি দলটি রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, সাংবাদিক-পর্যবেক্ষক, উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন পক্ষের সাথে বৈঠক করে।

মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের প্রস্তাবিত ৫ দফা সুপারিশগুলো হচ্ছে-

/এআই

Exit mobile version