Site icon Jamuna Television

ইসরায়েল-হামাস যুদ্ধ বন্ধে নিরাপত্তা পরিষদে ভোট চেয়েছে রাশিয়া

ছবি: সংগৃহীত

ইসরায়েল-গাজার যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে ভোট চেয়েছে রাশিয়া। শনিবার (১৪ অক্টোবর) নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাঠায় মস্কো। আগামী সোমবার ইসরায়েল-হামাস যুদ্ধ বন্ধের খসড়া প্রস্তাবের ওপর ভোট হবে বলে আশা দেশটির। খবর আল জাজিরার 

রাশিয়ার ডেপুটি ইউএন অ্যাম্বাসেডর দিমিত্রি পলিয়ানস্কি বলেন, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদকে যে প্রস্তাব দিয়েছি তার কোনও পরিবর্তন হয়নি। আশা করছি, আগামী সোমবার স্থানীয় সময় বিকেল ৩ টায় ভোট হবে।

এক পৃষ্ঠার খসড়া প্রস্তাবে রাশিয়া জিম্মিদের মুক্তি দেয়া, মানবিক সহায়তা সরবরাহ করা এবং বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কথাও বলেছে।

একইসঙ্গে খসড়া প্রস্তাবে বেসামরিক নাগরিকদের ওপর‌ ‘নৃশংসতা ও সন্ত্রাসী’ কর্মকাণ্ডের সমালোচনা করেছে রাশিয়া।

/এনকে

Exit mobile version