Site icon Jamuna Television

গাইবান্ধায় গণপিটুনিতে হত্যা মামলার আসামির মৃত্যু

ফাইল ছবি।

স্টাফ করেসপনডেন্ট, গাইবান্ধা:

গাইবান্ধার পলাশবাড়ীতে শিশু হত্যা মামলার আসামিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে ক্ষুব্ধ জনতা। শনিবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ঘোড়াবান্দা চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিখোঁজের পাঁচদিন পর গত ১৩ মে বালুখোলা গ্রামের সৌদি প্রবাসী তাহারুলের চার বছরের ছেলে বায়েজিদের মরদেহ উদ্ধার হয়।

এ ঘটনায় হত্যা মামলা দায়ের করে শিশুটির মা। প্রধান আসামি করা হয় সেরেকুল ইসলামকে।
পলাতক থাকার পর শনিবার সন্ধ্যায় এলাকার চা দোকানে তাকে দেখতে পায় এলাকাবাসী। এক পর্যায়ে পিটিয়ে হত্যা করা হয় তাকে।

এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এলাকাবাসীর গণপিটুনিতে মৃত্যু হয় তার। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

এএস/এআই/

Exit mobile version