Site icon Jamuna Television

মাদারীপুরে দুই বান্ধবীর রহস্যজনক মৃত্যু

ফাইল ছবি।

স্টাফ করেসপন্ডেন্ট, মাদারীপুর:

মাদারীপুরে দুই বান্ধবীর রহস্যজনক মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আরও দু’জন। পুলিশের ধারণা, অতিরিক্ত মদপানে মারা গেছে তারা। শনিবার (১৪ অক্টোবর) রাত আড়াইটার দিকে পৌরসভার কলেজ রোড এলাকার একটি চার তলা বাসায় এ ঘটনা ঘটে।

কেয়ারটেকারের দাবি, হঠাৎ চিৎকার শুনে ফ্ল্যাটে যান তিনি। ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন শহরের উকিলপাড়ার সাগরিকা নামে এক নারীর মরদেহ। গুরুতর অবস্থায় সাগরিকার বান্ধবী, তার মা ও মামাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
চলতি মাসেই মেয়ে ও ভাইকে নিয়ে ওই বাসায় ভাড়া ওঠেন সাবিনা ইয়াসমীন। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানিয়েছে, কক্ষে মদের বোতল মিলেছে।

এএস/এআই

Exit mobile version