Site icon Jamuna Television

শর্তযুক্ত সংলাপ আওয়ামী লীগ করবে না: মার্কিন প্রতিনিধিদের পরামর্শের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের

শর্তযুক্ত কোনো সংলাপ আওয়ামী লীগ করবে না। এর বাইরে যে পরামর্শ, তাতে সরকারের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (১৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মার্কিন প্রতিনিধিদের পরামর্শের প্রতিক্রিয়ায় এ কথা জানান তিনি।

এ সময় ওবায়দুল কাদের বলেন, মার্কিন প্রতিনিধিদের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে। তারা বন্ধু হিসেবে কথা বলতে এসেছে। বাংলাদেশের নিজস্ব আইন আছে। কারও শর্ত তো মানার কিছু নেই।

তিনি আরও বলেন, নির্বাচনকালীন সরকার গঠনের ব্যাপারে সম্পূর্ণ এখতিয়ার প্রধানমন্ত্রীর।

এর আগে, বাংলাদেশে অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে অর্থবহ সংলাপসহ ৫ দফা সুপারিশ দেয় মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। এক বিবৃতিতে সুপারিশগুলো উপস্থাপন করেছে সংস্থাটি।

মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের প্রস্তাবিত ৫ দফা সুপারিশগুলো হচ্ছে-

১। মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা
২। ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া
৩। সহিংসতা এবং রাজনৈতিক সংঘাতের পেছনে দায়ীদের বিচারের মুখোমুখি করা
৪। নির্বাচন পরিচালনা কার্যক্রমকে শক্তিশালী করতে সব দলের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা নিশ্চিত করা
৫। জনগণকে নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা

এসজেড/

Exit mobile version