Site icon Jamuna Television

তফসিল ঘোষণার পর আগের মামলায় গ্রেফতার করলে হস্তক্ষেপ করবে ইসি

নির্বাচন কমিশনার মো. আলমগীর। ছবি: সংগৃহীত

তফসিলের আগে কাউকে গ্রেফতার করলেও হস্তক্ষেপ করবে না ইসি, তবে পরে পুরনো মামলায় আটক করা যাবে না। রোববার (১৫ অক্টোবর) সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

তিনি বলেন, সংবিধানের দৃষ্টিতে ভোটে কোনো বাধা দেখছে না নির্বাচন কমিশন (ইসি)। সরকারের সঙ্গে রাজনৈতিক দলের ইস্যুতে হস্তক্ষেপ করবে না ইসি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য তফসিল ঘোষণার পর যেন কোনো রাজনৈতিক মামলা বা আটক করা না হয়।

তিনি আরও বলেন, ভোটের আয়োজনে কমিশনের আত্মবিশ্বাসে ঘাটতি নেই। বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানান তিনি। পাশাপাশি বলেন, দেশের কোনো নির্বাচনেই নিবন্ধিত সব দল অংশ নেয়নি।

রাতের ভোট ঠেকাতে এবার ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পাঠানোর কথা জানিয়ে আসছিল সিইসিসহ অন্যান্যরা। তবে রোববার নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, এবিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। শনিবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের পরামর্শ দেন ভোটের আগের দিন ব্যালট পাঠানোর।

/এএম

Exit mobile version