Site icon Jamuna Television

শেষ হলো ৫ দিনব্যাপী ক্যালিগ্রাফি কর্মশালা

ঘৃণা আর অরাজকতা রুখতে শিল্পচর্চার বিকল্প নেই। তাই কোথাও কোনো শিল্পচর্চার উদ্যোগ আশার আলো দেখায়। এমনই একটি আশা জাগানিয়া আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হলো রাজধানীতে। খ্যাতিমান ক্যালিগ্রাফার মাহবুব মুর্শেদের ক্যালিগ্রাফি প্রশিক্ষণ কর্মশালা এশিয়াটিক সোসাইটির আর্ট গ্যালারিতে চলছিলো গত ৫ দিন ধরে।

গতকাল শনিবার শেষ হয় এই কর্মশালা। শুরু হয়েছিল গত ১১ সেপ্টেম্বর। এতে প্রধান তত্ববধায়ক ও একমাত্র প্রশিক্ষক হিসেবে ছিলেন জনপ্রিয় ক্যালিগ্রাফি শিল্পী মাহবুব মুর্শিদ।

কর্মশালায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রী, পেশাজীবী এবং চারুকলার শিল্পী ছাড়াও অংশ নেন কওমি মাদরাসার ছাত্র-ছাত্রীরা।

বাংলা ও আরবি ক্যালিগ্রাফি নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় ক্যালিগ্রাফির পাশাপাশি ড্রয়িং, পেইন্টিং, এক্রিলিক এবং কম্পোজিশন সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত কর্মশালায় অংশ নিয়েছিলেন অর্ধশত প্রশিক্ষণার্থী।

আয়োজন সম্পর্কে প্রশিক্ষক মাহবুব মুর্শেদ বলেন, আরবি এবং বাংলা ক্যালিগ্রাফি নিয়ে ভবিষ্যতে আরো বড় কাজ করতে চান তিনি। বাংলাদেশে মাহবুব মুর্শিদ সর্বপ্রথম ক্যালিগ্রাফি নিয়ে নানামুখী কাজ করা এই চর্চা সবার মাঝে ছড়িয়ে দেয়ার উদ্যোগ গ্রহণ করেছেন।

Exit mobile version