Site icon Jamuna Television

লেবাননে রয়টার্সের সাংবাদিক নিহতে পাল্টা-পাল্টি অভিযোগ

লেবানন সীমান্তে বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিক নিহতের ঘটনায় চলছে পাল্টাপাল্টি দোষারোপ। পরস্পরের দিকে অভিযোগের তীর ছুড়ছে ইসরায়েলি ও লেবাননের সেনাবাহিনী। খবর রয়টার্সের।

ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসাম আবদাল্লাহ নামের ওই সাংবাদিক প্রাণ হারান, শুরুতে ওঠে এমন অভিযোগ। তবে সেটি অস্বীকার করেছে ইহুদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের পাল্টা দাবি, হিজবুল্লাহ’র অ্যান্টি ট্যাংক মিসাইলে নিহত হন ইসাম। তবে এ ঘটনার জন্য ইহুদি সেনাদেরই দায়ী করছে লেবানন। জাতিসংঘে অভিযোগ দায়েরের কথাও জানিয়েছে দেশটি। শনিবার নিজ শহরে সমাহিত করা হয় ইসাম আবল্লাহকে।

এটিএম/

Exit mobile version